Wellcome to National Portal

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও-এ স্বাগত 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Investigation

তদন্তের আইনগত ভিত্তি


দুর্নীতির অপরাধসমূহের তদন্ত পরিচালনা দুর্নীতি দমন কমিশনের অন্যতম প্রধান সংবিধিবদ্ধ কার্য (দুদক আইন ২০০৪ -এর ১৭ (ক) ধারা)। তদন্তের ফলাফলই দুর্নীতির অপরাধসমূহ বিচারের ভিত্তি। দুদক আইনের ১৯ ও ২০ ধারা তদন্ত কার্যক্রমে দুদককে বিশেষ ক্ষমতা অর্পণ করেছে। সে লক্ষ্যে দুদক চারটি অনুবিভাগের মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। অনুবিভাগগুলো হলো:


ক) তদন্ত অনুবিভাগ ১;


খ) তদন্ত অনুবিভাগ ২;


গ) বিশেষ তদন্ত অনুবিভাগ;


ঘ) মানিলন্ডারিং অনুবিভাগ।


তদন্ত অনুবিভাগের শাখাসমূহ প্রধান কার্যালয়সহ ০৮টি বিভাগীয় কার্যালয় ও ৩৬টি জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত মাঠ পর্যায়ের তদন্ত কাজ তত্ত্বাবধান করে। এছাড়াও, তদন্ত অনুবিভাগ বিভিন্ন উৎস থেকে কমিশনে আসা মামলার তদন্ত করে থাকে। বিশেষায়িত ক্ষেত্রগুলো নিয়ে কাজ করে কমিশনের বিশেষ তদন্ত এবং মানিলন্ডারিং অনুবিভাগ।