Wellcome to National Portal

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও-এ স্বাগত 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Integrity Association

'সততা সংঘ'- তরুণদের দুর্নীতিবিরোধী মঞ্চ


টেকসই উন্নয়নের সবকিছুই ভবিষ্যৎ নিয়ে আবর্তিত। সঙ্গত কারণেই নতুন প্রজন্ম এর কেন্দ্রবিন্দু। তরুণ প্রজন্মের মধ্যে সততা, নিষ্ঠাবোধ ও চারিত্রিক দৃঢ়তা সৃষ্টি করা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা, দুর্নীতির বিরুদ্ধে তীব্র ঘৃণা সৃষ্টি করা এবং সর্বোপরি দুর্নীতিবিরোধী গণসচেতনতা গড়ে তোলার কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্ব-স্ব এলাকার স্থানীয় প্রশাসনের সার্বিক সহায়তায় দেশের স্কুল ও মাদ্রাসায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী সংগঠন হিসেবে 'সততা সংঘ' (Integrity Unit) গড়ে তুলেছে কমিশন। সততা সংঘের গঠনতন্ত্র ও কার্যনির্দেশিকা-২০১৫ অনুসারে, 'সততা সংঘ'-এর সদস্যরা হবে সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবী, সকল প্রকার রাজনৈতিক মতাদর্শের প্রভাবমুক্ত তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং তারা আইনের বিধানাবলির সঙ্গে অসঙ্গতিপূর্ণ অথবা আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যক্রমে জড়িত হবে না। প্রতিটি সততা সংঘে একই শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ (এগার) জন শিক্ষার্থীর সমন্বয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া ০৫ (পাঁচ) জন সদস্যের সমন্বয়ে পরামর্শ কাউন্সিল (সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সংশ্লিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক, স্কুল/কলেজ/মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক) গঠন করা হয়। ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী সততা সংঘের সাধারণ সদস্য হবে। পরামর্শক কাউন্সিলের সঙ্গে পরামর্শক্রমে মহানগর/জেলা/উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আগ্রহী ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রতিটি 'সততা সংঘের' কার্যনির্বাহী কমিটির সদস্য, সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করেন।


দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি 'সততা সংঘ' শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণসহ সকল প্রকার জনহিতকর কার্যক্রমে অংশগ্রহণ করছে। এ ক্ষেত্রে কমিশন সীমিত সামর্থ্যের মধ্যে সততা সংঘের সদস্যদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি, স্থানীয় প্রশাসন ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়সমূহের সার্বিক তত্ত্বাবধানে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, মানববন্ধন, পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভাসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়াও কমিশন বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ গালর্স গাইডস অ্যাসোসিয়েশন-এর সঙ্গে পারস্পরিক সহযোগিতার জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে তাদের সঙ্গে যৌথভাবে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়াও দেশব্যাপী ২৬,২১৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অক্সফামের সহযোগিতায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।